ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ফিনল্যান্ডের সঙ্গে সম্পর্ক জোরদারে ঢাকায় দূতাবাস চায় বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
ফিনল্যান্ডের সঙ্গে সম্পর্ক জোরদারে ঢাকায় দূতাবাস চায় বাংলাদেশ

ঢাকা: বাংলাদেশে ফিনল্যান্ডের একটি স্থায়ী দূতাবাস স্থাপনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে ফিনল্যান্ড সরকারের উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।

সাক্ষাতে তিনি ফিনল্যান্ডের আন্ডার সেক্রেটারি অফ স্টেট (আন্তর্জাতিক বাণিজ্য) জার্নো সিরজালাকে জানান, ঢাকায় সরাসরি ফিনল্যান্ড দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা ও জটিলতা তৈরি হচ্ছে। বর্তমানে নয়াদিল্লিভিত্তিক দূতাবাসের মাধ্যমে এসব কার্যক্রম চালানো হয়, যা সময়সাপেক্ষ। দুই দেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ইস্যু, জনশক্তি রপ্তানি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় একটি পূর্ণাঙ্গ ফিনল্যান্ড দূতাবাস খোলা সময়োপযোগী।

তিনি এ সময় বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার অনুরোধ করেন।

আরও পোশাক আমদানি ও বিনিয়োগ আহ্বান
স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের তৈরি পোশাক খাতে আরও বিনিয়োগ এবং আমদানি বাড়ানোর ওপর জোর দেন। একই সঙ্গে তিনি জানান, বাংলাদেশের চলমান উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে ফিনল্যান্ড গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। বিশেষ করে দক্ষ ও শিক্ষিত জনশক্তি রপ্তানির ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা কামনা
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা প্রত্যাশা করে তিনি বলেন, মানবিক কারণে বাংলাদেশ প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এখন সময় এসেছে তাদের নিরাপদ প্রত্যাবাসনের। এ ব্যাপারে ফিনল্যান্ডসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা প্রয়োজন।

ফিনল্যান্ডের আশ্বাস
আন্ডার সেক্রেটারি জার্নো সিরজালা বলেন, ফিনল্যান্ডে প্রায় ছয় হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন, যাদের একটি বড় অংশ শিক্ষার্থী। তারা দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বাংলাদেশের প্রস্তাবনা ও অনুরোধসমূহ তার সরকারের সামনে যথাযথভাবে উপস্থাপন করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন ফিনল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ইউনিটের পরিচালক ভেইক্কো কিলজুনেন, দক্ষিণ এশিয়ার টিম লিডার ভিল অ্যান্ডারসন, দিল্লিভিত্তিক ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তা এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ৮ এপ্রিল, ২০২৫
জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।