ঢাকা, মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

জাতীয়

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে উত্তাল রংপুর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে উত্তাল রংপুর  রংপুরে মিছিল

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের দিন মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রংপুর নগরী।  

পাড়া-মহল্লায় বিক্ষোভ ও খণ্ড খন্ডণ্ড মিছিলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে 'উই আর ফিলিস্তিন' স্লোগান দেন বিক্ষোভকারীরা।

এসময় মানবতাবিরোধী ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তার সমর্থনকারীদের বিচারের দাবি জানানো হয়।  

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টা থেকে নগরীর টাউন হলের গেটের সামনে এই বিক্ষোভ শুরু হয়। ক্লাস পরীক্ষা বর্জন করে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। পরে সেখান থেকে মিছিল বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে। নগরীর বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে মিছিলে যোগ হয়।  

এ সময় বিক্ষোভকারীরা 'উই আর ফিলিস্তিন', ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও' সহ স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীরা বলেন, বছরের পর বছর ধরে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। তাদের এ মানবতাবিরোধী অপরাধের অন্যতম সমর্থনকারী যুক্তরাষ্ট্র।  

এসময় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পণ্য বয়কটেরও ডাক দেন তারা।

এদিকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামায়াত ইসলামী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থী, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী ও চিকিৎসক, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।