ঢাকা, শনিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুর সদরে ৬৪ যানবাহনে তল্লাশি, ৭ চালকের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
চাঁদপুর সদরে ৬৪ যানবাহনে তল্লাশি, ৭ চালকের জরিমানা

চাঁদপুর: লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চাঁদপুর সদরের বাবুরহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে ৬৪ যানবাহনে তল্লাশি করেছে যৌথ বাহিনী। এ সময় লাইসেন্স না থাকায় ৭ চালককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৪এপ্রিল) সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

শনিবার (৪ এপ্রিল) সকালে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, অভিযানে ৬৪ যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় লাইসেন্স না থাকায় ৭ গাড়ি ও মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সব রকম অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।