ঢাকা, শনিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মাদক সেবনের টাকা না পেয়ে মাকে কুপিয়ে জখম, ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
মাদক সেবনের টাকা না পেয়ে মাকে কুপিয়ে জখম, ছেলে আটক আটক তানভীর চৌধুরী

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদক সেবনের টাকার জন্য মাকে কুপিয়ে জখম করেছে তানভীর চৌধুরী (৩৫) নামে এক ব্যক্তি।

শুক্রবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে নবীগঞ্জ থানার পুলিশ তাকে আটক করে এবং আহত মা রাহেনা বেগমকে (৬০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

আটক তানভীর উপজেলার শান্তিপাড়া গ্রামের জুনেদ চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানান, মাদকসেবী ছেলে শুক্রবার রাত ৮টার দিকে বাড়ি ফিরে দেখেন তার মা রাহেনা বেগম ভাত খাচ্ছেন। এ সময় মাদক সেবনের জন্য টাকা চাইলে তিনি দিতে অপারগতা প্রকাশ করেন।

এ নিয়ে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে তানভীর ক্ষিপ্ত হয়ে তার মাকে ঘরে থাকা দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা।

এদিকে এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ রাত ১০টায় গ্রাম থেকেই তানভীরকে আটক করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বাংলানিউজকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার এ ঘটনায় মামলা দায়ের হবে এবং তানভীরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।