ঢাকা, শুক্রবার, ২৮ চৈত্র ১৪৩১, ১১ এপ্রিল ২০২৫, ১২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ফিরতি ঈদযাত্রায়ও স্বস্তি

স্টাফ করেসপন্ডেন্ট    | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
ফিরতি ঈদযাত্রায়ও স্বস্তি

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। অন্যান্যবারের তুলনায় এবার ঈদযাত্রী ছিল স্বস্তির।

ফেরার পথেও ভোগান্তিতে পড়তে হয়নি ঈদে বাড়ি যাওয়া মানুষদের।

নয় দিনের ঈদের ছুটি শেষে আগামী রোববার (৬ এপ্রিল) খুলছে সরকারি অফিসগুলো। বেসরকারি অফিসগুলো খুলবে শনিবার (৫ এপ্রিল)। ফলে ঢাকায় ফিরতে শুরু করেছেন চাকরিজীবীরা।

শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দেখা যায়, ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, রাজশাহী, নাটোরসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষ এসে নামছেন সেখানে।

যাত্রীরা জানান, রাস্তায় অন্যান্যবারে তুলনায় যানজট না থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যেই ঢাকায় ফিরতে পারছেন তারা। দুই একটি বাসে বাড়তি ভাড়া আদায় করা হলেও, বেশিরভাগ বাসে নির্দিষ্ট ভাড়াই আদায় করা হচ্ছে। ফলে ভোগান্তি ছাড়াই এবার ঈদযাত্রা শেষ করে ঢাকায় ফিরতে পেরেছেন তারা।

নিরালা স্পেশাল পরিবহনে করে টাঙ্গাইল থেকে ঢাকায় ফেরেন বেসরকারি চাকরিজীবী আশরাফুল। বিকেল সাড়ে ৪টায় বাস থেকে নামার পর তিনি বলেন, জুমার নামাজের পর বাসে উঠেছি। সোয়া দুই ঘণ্টায় তিনি ঢাকায় এসেছি। এবারের মতো স্বস্তির ঈদযাত্রা আর হয়নি।

ময়মনসিংহ থেকে আসা সাইফুল ইসলাম বলেন, রাস্তায় গাড়ির চাপ থাকলেও যানজট ছিল না। যার কারণে স্বস্তিতেই ফেরা গেছে। আগামীকাল থেকে অফিস শুরু। তাই আজ ফিরে এলাম।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।