ঢাকা, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঈদ শেষে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৫
ঈদ শেষে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া বাসে আগুন দেয় জনতা

যশোর: ঈদ উদযাপন শেষে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত হয়েছেন রুবেল হোসেন (৩২) ও তার মেয়ে ঐশি (১০)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন রুবেলের স্ত্রী জেসমিন (২৮), আরেক মেয়ে তায়েবা (৪) এবং পথচারী ওসমান (১৯)।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে যশোর শহরের অদূরে পুলেরহাটে এ দুর্ঘটনা ঘটে।  

দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
নিহতদের বাড়ি খুলনা শহরের মুজগুন্নি এলাকায়। পথচারী ওসমানের বাড়ি যশোরের কৃষ্ণবাটি গ্রামে।

স্থানীয়রা জানান, যশোরের শার্শা উপজেলার বহিলাপোতা গ্রামে শ্বশুর আব্দুল মান্নানের বাড়ি থেকে ঈদ উদযাপন শেষে মোটরসাইকেলে করে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন রুবেল হোসেন। পথে একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সবাই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এসময় ঘটনাস্থলেই নিহত হয় ঐশি। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক লামিয়া শারমিন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল হোসেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাভারণ হাইওয়ে ফাঁড়ির ইন্সপেক্টর রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।