ঢাকা, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ৩৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
মুকসুদপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ৩৫ আহত কয়েকজন

গোপালগঞ্জের মুকসুদপুরে শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। এসময় কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (০২ এপ্রিল) মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফকিরহাট খোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৩০জন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে‌ছেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল জানান, শত্রুতার জেরে লালন শেখের সঙ্গে রাজু শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে জমির আইল দিয়ে যাওয়া নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩৫জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে তবে ফের যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় এখন পযর্ন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।