ঢাকা, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

কুষ্টিয়া: কু‌ষ্টিয়ায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

 

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত সদর ও খোকসা উপ‌জেলায় এসব ঘটনা ঘটে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জিলা স্কুলের সামনে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা রাহাত ইসলাম পলাশ (৩০) ও ফাহিম অনিক(২৩) নিহত হন। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে। এঘটনায় আহত হ‌য়ে‌ছেন তানভীর গণি (২৩) নামে এক যুবক।  

তা‌কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হ‌চ্ছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন জানান, তারা তিনজন রা‌তে মজমপুর এলাকা থেকে চা পান ক‌রে মটরসাইকেল‌যো‌গে শহরতলীর মোল্লাতেঘরিয়ায় চাচাতো ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যা‌চ্ছিল।

কুষ্টিয়া জিলা স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে অনিকের মৃত্যু হয়।

জানা গে‌ছে,নিহত পলাশ কুষ্টিয়া শহরতলীর মোল্লাতেঘরিয়া এলাকার আসাদুল ইসলাম মোল্লার ছেলে। সে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে সাভারে কর্মরত ছিলেন। অনিক শহ‌রের কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। পড়াশোনা শেষ করে তি‌নি ফ্রিল্যান্সিং করতেন।  

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দি‌কে খোকসা উপজেলার বিলজা‌নি বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিট‌কে প‌ড়ে মঈনুদ্দিন শেখ(৭০) না‌মে এক নির্মাণ শ্রমিক গুরুত্বর আহত হন।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন। ‌

তি‌নি উপ‌জেলার শিমু‌লিয়া গ্রা‌মের মৃত চতুর আলীর ছে‌লে।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।