ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, মার্চ ২৯, ২০২৫
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

ঢাকা: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গণ অভ্যুথানে শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ঈদকে কেন্দ্র করে জুলাই শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বার্তাসহ উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ঈদ মানেই পরিবারকে একত্রে নিয়ে আনন্দ ভাগাভাগি করা। সে লক্ষ্যকে সামনে রেখে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাদের ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে জুলাই-শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রমে সহায়ক হিসেবে যুক্ত হয়েছে ইফাদ গ্রুপ, যারা শহীদ পরিবারগুলোর জন্য বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেছে।

এছাড়া জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ভিত্তিক শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শহীদ পরিবারগুলোর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার এক চমৎকার উদাহরণ স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৮  ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
আরকেআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।