ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

ল্যান্ড মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, মার্চ ২৯, ২০২৫
ল্যান্ড মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ড মাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম (৪২) নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) দুপুর ১টায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ চাকঢালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৪/১এস এর শূন্য লাইন থেকে আনুমানিক ৩০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি কর্তৃক দখলকৃত পুরান মাইজ্জা ক্যাম্পের দায়িত্বপূর্ণ আশপাশের এলাকায় আরকান আর্মি কর্তৃক পুঁতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম নামে এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়। আহত ব্যক্তির বাম পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষত-বিক্ষত হয়ে গেছে।

আহত মোহাম্মদ সালাম বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের চাকঢালা চেরার মাঠ এলাকার মৃত আফজল মিয়ায় ছেলে।

এদিকে ল্যান্ড মাইন বিস্ফোরণের পর স্থানীয় বাংলাদেশি নাগরিকরা ঘটনাস্থলে গিয়ে আহত মোহাম্মদ সালামকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যায়।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত: এর আগে বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা মোহাম্মদ বাবু নামে এক বাংলাদেশি আহত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।