ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

চৈত্রসংক্রান্তিতে পার্বত্য অঞ্চলে ছুটি

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, মার্চ ২০, ২০২৫
চৈত্রসংক্রান্তিতে পার্বত্য অঞ্চলে ছুটি

চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্রসংক্রান্তিতে পার্বত্য অঞ্চলে ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।  

বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

শফিকুল আলম বলেন, পার্বত্য অঞ্চলে চৈত্রসংক্রান্তিতে বিজু, বৈসাবি, সাঙ্গরাইসহ অনেক উৎসবের আয়োজন করা হয়।

তাদের জন্য নির্বাহী আদেশে ছুটির বন্দোবস্ত করা হয়েছে। এ ছুটি আমাদের সমতলে যারা জাতিগোষ্ঠী আছেন, যেমন- সাঁওতাল , খাসিয়া বা গারো, তাদের জন্যও প্রযোজ্য হবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।