ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক প্রান্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, মার্চ ১২, ২০২৫
সাতক্ষীরায় ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক প্রান্তি

সাতক্ষীরা: নিজ জেলা সাতক্ষীরায় ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি।

বুধবার (১২ মার্চ) দুপুর ২টায় সাতক্ষীরায় পৌঁছালে শহরের তুফান কোম্পানির মোড়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় বিভিন্ন সংগঠন।

এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহিন, মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, সাবেক কার্যনিবাহী সদস্য শিমুন সামস, এরিয়ান্স ক্লাবের সভাপতি তোফায়েল আহমেদ, ফুটবলার রেজাউল ইসলাম খোকন, শেখ রবিউল ইসলাম সুমন প্রমুখ।

এছাড়াও অধিনায়ক প্রান্তি শহরের সুলতানপুরে তার নিজ বাড়িতে পৌঁছালে পাড়াপ্রতিবেশী তাকে ফুল দিয়ে বরন করে নেন।

 

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।