জয়পুরহাট: মোটরসাইকেল দুর্ঘটনায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম নাছির বিপ্লব নিহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার ফিচকার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও সিসিটিভির ফুটেজ সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কের বাম পাশ দিয়ে আসছিল। ফিচকার ঘাট এলাকায় হেঁটে আসা এক ব্যক্তি বাম পাশ থেকে ডান পাশে আসেন। এক পর্যায়ে ওই সিএনজিও ডান পাশে চলে আসে। এ সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে যাচ্ছিল। ওই স্থানে গিয়ে চালক মোটরসাইকেলকে নিয়ন্ত্রণ করতে না পেরে সিএনজিতে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়েন। এতে মোটরসাইকেল আরোহী বিপ্লবের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, সিএনজিচালকের বাড়ি সেখানেই। তিনি সেখানে এসে সিএনজি এক পাশ থেকে অন্য পাশে ঘুরিয়ে নেন। এ সময় দুর্ঘটনা ঘটে। যিনি মারা গেছেন তিনি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫, আপডেট: ০৮৩৯ ঘণ্টা
আরবি