ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

ভুয়া জামিননামায় কারামুক্ত চার মাদককারবারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, জানুয়ারি ৩০, ২০২৫
ভুয়া জামিননামায় কারামুক্ত চার মাদককারবারি ভুয়া জামিননামায় বের হওয়া আসামিরা।

হবিগঞ্জ: হবিগঞ্জে বিচারকের স্বাক্ষর জাল করে তৈরি করা জামিননামায় চার মাদককারবারি কারাগার থেকে বের হয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) তারা হবিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পায় এবং বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আদালতপাড়ায় এ ঘটনা জানাজানি হলে ব্যাপকভাবে আলোচনা হয়।

মাদক কারবারিরা হলেন- সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের লেবু মিয়ার ছেলে সোয়েব মিয়া (২৭), একই উপজেলার পাগলা গ্রামের শাজলু মিয়ার ছেলে আজাদ মিয়া (২৩), ছাতক উপজেলার কিরদাকাপন গ্রামের কিরণ মিয়ার ছেলে আফজাল হোসেন (২২) ও মিমছাপৈর গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে রুয়েল আহমেদ (২৬)।

আদালত সূত্র জানায়, র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা গত ৬ জানুয়ারি মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকা থেকে ৩৫ কেজি গাঁজাসহ এ চারজনকে আটক করে। পরে মাধবপুর থানায় গ্রেপ্তার দেখিয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কয়েকদিন আগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম ও গত ২৬ জানুয়ারি জেলা ও দায়রা জজ বেগম জেসমিন আরা বেগমের আদালতে চারজনের দুইদফা জামিন আবেদন নামঞ্জুর হয়।

ফলে জেলা ও দায়রা জজ আদালতে মামলার মূল কপি থেকে যায় এবং এ অবস্থায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে থাকা উপনথির মাধ্যমে জামিন আবেদন করার সুযোগই নেই বলে আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আবুল কাশেম বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

কিন্তু বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের স্বাক্ষর সংবলিত একটি জামিননামা জেলা কারাগারে পৌঁছায়। পরে কারা কর্তৃপক্ষ তাদের মুক্তি দেয়।

এ ঘটনায় হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. মনির হোসেন চৌধুরী জানান, তারা নির্দিষ্ট প্রক্রিয়ায় জামিননামা পাওয়ার পর ওই চার আসামিকে মুক্তি দিয়েছেন। তবে কীভাবে নকল জামিননামা তৈরি হয়েছে তা আদালতে খতিয়ে দেখা যাবে।

ওই আসামিদের আইনজীবী ফয়সল আহমেদ বলেন, ‘দুই আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর আমি তাদের পক্ষে আর কোনো আবেদন করিনি। ধারণা করছি, তারা ভুয়া জামিননামা দিয়ে কারাগার থেকে বের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।