ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৩, নভেম্বর ৯, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় নূরে আজম (৪২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।  

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দপুর বেসিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নূরে আজম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মৃত মো. মন্নান মিয়ার ছেলে। তিনি জীবিকা নির্বাহের জন্য কসবা পৌরসভার আড়াইবাড়ি এলাকায় স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ননন্দপুর বেসিকের সামনে এক নারী অসতর্কভাবে সড়ক পার হচ্ছিলেন। এ সময় ওই নারীকে বাঁচাতে গিয়ে নূরে আজমের সিএনজিঅটোরিকশাটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ জানান, সড়ক দুর্ঘটনায় একজন অটোরিকশাচালক নিহত হয়েছেন। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করা হলেও ট্রাক চালক পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।