ঢাকা: ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা ঢাকা ছাড়েন।
এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন।
শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।
হেলিকপ্টারটি ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৪
আরএইচ