ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, এপ্রিল ২৯, ২০২৪
চাঁদপুরে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঁদপুর: জেলায় প্রতারণার মামলায় বিল্লাল হাজরা (৫২) নামের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এরআগে, রোববার (২৮ এপ্রিল) রাতে শহরের পুরান বাজার জাফরাবাদ এলাকার নিজ বাড়ি থেকে চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নিজামসহ পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

বিল্লাল হাজরা শহরের পুরান বাজার পশ্চিম জাফরাবাদ এলাকার ফজল হাজরার ছেলে।

চাঁদপুর সদর মডেল থানার এএসআই মো. নিজাম জানান, প্রতারণার মামলায় বিল্লাল হাজরার বিরুদ্ধে সিআর (২৪/২০০৬) ছয় মাসের সাজা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, দুপুরে সাজাপ্রাপ্ত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।