ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, এপ্রিল ২৮, ২০২৩
জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

মেহেরপুর: জমি সংক্রান্ত বিরোধের জেরে গাংনী উপজেলার মহম্মদপুর গ্রামে চাচাতো ভাইদের হাতে খুন হয়েছেন আব্দুল আলীম (৪৫) নামে এক ভ্যানচালক ।

নিহত আব্দুল আলীম মহাম্মদপুর গ্রামের গাইনপাড়ার মৃত আব্দিল গনি মেলোয়াড়ীর ছেলে।

শুক্রবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাচাতো ভাই সাদু,  আব্দুল হান্নান ও বান্টুর সঙ্গে জমি নিয়ে আব্দুল আলীমের বিরোধ ছিল। শুক্রবার দুপুরে একা পেয়ে আব্দুল আলীমকে হাঁসুয়াসহ বিভিন্ন দেশি অস্ত্র দিয়ে কোপাতে থাকেন তারা। এতে তাদের কোপে আব্দুল আলীমের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।