ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

শিবচরে পিঠা উৎসবে দর্শনার্থীদের ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, ডিসেম্বর ২৫, ২০২২
শিবচরে পিঠা উৎসবে দর্শনার্থীদের ভিড়

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে দুই দিনব্যাপী আয়োজিত পিঠা উৎসব ঘিরে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে পৌরসভার লিটন চোধুরী স্কয়ার মাঠে পিঠা উৎসবের উদ্বোধন করা হয়।

এর আয়োজন করে শিবচর উপজেলা ডায়াবেটিক সমিতি।

সরেজমিনে দেখা গেছে, বিকেল সাড়ে চারটার পর পিঠার দোকানে ভিড় বাড়ে সাধারণ মানুষের। বাহারি পিঠার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। দোকানে দোকানে ঘুরেফিরে সাজানো পিঠা দেখেন দর্শনার্থীরা।

মাঠে ২১টি পিঠার দোকান সারিবদ্ধভাবে সাজানো। মাঠের মাঝে বসার জন্য সুসজ্জিত জায়গা রয়েছে। পাটিসাপটা, দুধপুলি, দুধ চিতই, ভাপা, পাকন, ফুলকলি, সেমাই পিঠা, সই পিঠা, ঝার চিতইসহ প্রতিটি দোকানে ১৫ থেকে ২০ রকমের পিঠা রয়েছে।  

উৎসবে আসা হাফিজা আক্তার নামে এক কলেজছাত্রী বলেন, পিঠা সাধারণত বাড়িতেই বানিয়ে খাওয়া হয়। কিন্তু পিঠা উৎসব এই প্রথম দেখলাম এখানে। তাই প্রথম দিনেই চলে এসেছি। অনেক রকম পিঠা রয়েছে দোকানগুলোতে। দামও বেশ কম।  

মো. রিফাত নামের এক যুবক বলেন, পাটিসাপটা পিঠা খেলাম। খুবই সুস্বাদু। দাম নিয়েছে পঁচিশ টাকা। আমাদের এখানে এ ধরনের আয়োজন এই প্রথম। বেশ ভালো লাগছে।  

বিকেল ৪টার দিকে দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শীলা।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন  ফরিদপুর ৪ সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

শিবচর উপজেলা ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী বলেন, ডায়াবেটিক সমিতি পিঠা উৎসবের আয়োজন করেছে। এটি বাঙালির ঐতিহ্য। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।