ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, ডিসেম্বর ২০, ২০২২
রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নিশিথা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের গফরগাঁও উপজেলার ধামাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিশিথা আক্তার ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের নয়ন মিয়ার মেয়ে। সে কান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ দুর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত নিশিথা আক্তার সম্প্রতি গফরগাঁও উপজেলার মহিরখারুয়া গ্রামে তার মামীর বাবার বাড়ি বেড়াতে আসে। সেখান থেকে মঙ্গলবার বিকেলে মামীর সঙ্গে রিকশাযোগে নানার বাড়ি শিলাসী গ্রামে যাওয়ার পথে হঠাৎ তার ওড়না চাকায় পেঁচিয়ে যায়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।  

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা হাসপাতালে নিয়ে যান। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানান জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসরিন সুলতান মুন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ