ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

গাইবান্ধা সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৯, ডিসেম্বর ১৩, ২০২২
গাইবান্ধা সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

গাইবান্ধা: জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি রঞ্জন কুমার সাহাকে (৪৮) কুপিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের নিউ মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

রঞ্জন সাহা শহরের পশ্চিম পাড়ার মৃত-রাধা গোবিন্দ সাহার ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার।

গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, রাতে নিউ মার্কেটের সামনে চায়ের দোকানে চা খাচ্ছিলেন রঞ্জন। এ সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রঞ্জনকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।   দ্রুত হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ