ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

রামগতিতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, ডিসেম্বর ১৩, ২০২২
রামগতিতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু   প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পাটওয়ারী তেমুহনী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মেহেদী হাসান (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মেহেদী বাবার নাম আবদুল খালেক। তারা ঢাকায় বসবাস করতেন। মামার বাড়িতে বেড়াতে এসে সে দুর্ঘটনার শিকার হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেদী উপজেলার পাটওয়ারী তেমুহনী সংলগ্ন ফজলুল রহমান উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা পার হচ্ছিল। এ সময় রামদয়ালগামী একটি অটোরিকশা শিশুটিকে ধাক্কায় দেয়। স্থানীয়রা মেহেদীকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক অটোরিকশাটি জব্দ করেছে এলাকাবাসী। তবে চালক পালিয়ে গেছেন।  

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ