ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, ডিসেম্বর ১৩, ২০২২
নারায়ণগঞ্জে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জে অন্তর নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে হাজীগঞ্জ কিল্লার মূল ফটক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা বলছেন এটি হত্যাকাণ্ড।

নিহতের বন্ধু নাবিব জানান, নিহত অন্তর এবং তিনি ফতুল্লা মাসদাইর আল আমিন মসজিদের পাশের একটি গ্যারেজে থেকে অটোরিকশা নিয়ে ভাড়ায় চালাতেন। অন্তর শারীরিক প্রতিবন্ধী। সোমবার তিনি অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। অন্তরের নাম ছাড়া কিছুই জানেন না নাবিব।  

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, নিহত অন্তরের শরীরে ৩৫টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।