ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে ৩৮ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, ডিসেম্বর ১৩, ২০২২
নারায়ণগঞ্জে ৩৮ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই

ঢাকা: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৩৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

আটকরা হলেন, মো. ওমর ফারুক (২৩) ও মো. সজিব (১৯)।

অভিযানে তাদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা ও ১টি লেগুনা পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।  

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের আটক করা হয়।  

তিনি আরও বলেন, আটক আসামিরা মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট থাকার বিষয়টি স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরেই তারা সংঘবদ্ধভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে অবৈধ মাদকদ্রব্য রাজধানীর বিভিন্ন এলাকায় এনে বিক্রি ও সরবরাহ করে আসছিলো বলে জানায়।  

আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এসজেএ/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।