ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, ডিসেম্বর ১১, ২০২২
বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় মুরছালিন হোসাইন (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কের আইরমারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুরছালিন হোসাইন মেরুরচর ইউনিয়নের নতুন আইরমারী গ্রামের এমাজল হকের ছেলে।

মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, শিশু মুরছালিন হোসাইন অন্যান্য শিশুদের নিয়ে রাস্তা পার হতে গেলে দেওয়ানগঞ্জ গামী দ্রুত গতির একটি অটো রিকশা তাকে সজোরে ধাক্কা দেয়।

এ সময় স্থানীয়রা মারাত্মক আহত মুরছালিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।