ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

পেঁপে চুরির অভিযোগে শিশুকে মারপিট!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৬, ডিসেম্বর ১১, ২০২২
পেঁপে চুরির অভিযোগে শিশুকে মারপিট!

বরিশাল: পেঁপে চুরির অভিযোগে বরিশালের বানারীপাড়ায় ১০ বছরের এক শিশুকে মারপিট করা হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম আউয়ার গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহত শিশু সঞ্জয় বিশ্বাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের প্রিয় লাল বিশ্বাসের ছেলে।
এ ঘটনায় বানারীপাড়া থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি স্বীকার করে বানারীপাড়া থানার পরিদর্শক মো. মমিনউদ্দিন বলেন, অভিযোগ তদন্ত করা হচ্ছে। শিশুটিকে মারধরের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিশুটির মা সাংবাদিকদের বলেন, মিলন মুন্সির বাগানের দুটি পেঁপে চুরি করে খাওয়ার অভিযোগ কর্মচারী আব্দুর রব (৪৫) আমার ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তার পেট থেকে পেঁপে বের করতে কিল-ঘুষি দেয়।

তিনিন আরও বলেন, এ কারণে শুক্রবার রাতে পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়ে সঞ্জয়। ফলে ওই রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ভর্তির পর এক্সরে ও বিভিন্ন প্যাথলজি পরীক্ষা করা হয়েছে। পেটে আঘাতের চিহ্ন রয়েছে।

সন্তানের ওপর হামলার বিচার দাবি করে তিনি জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

তবে আব্দুর রব কিল-ঘুষি মারার কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, শুধু ভয়ভীতি দেখাতে শিশুটির গলা চেপে ধরেছিলাম।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
এসএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।