ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

তেঁতুলিয়ায় ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, ডিসেম্বর ১০, ২০২২
তেঁতুলিয়ায় ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ বোতল ফেনসিডিলসহ ফরিদ হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

 

এর আগে গত শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের বিড়ালিজোত এলাকা থেকে ফরিদ হোসেনকে আটক করা হয়।

জানা যায়, আটক ফরিদ হোসেন তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কানকাটা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। ফরিদ হোসেন বিড়ালি বাজার এলাকায় ঢুকলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। এসময় সাইকেল রেখে দৌড়ে পালানোর সময় একটি ব্যাগে ১৫ বোতল কোটিনযুক্ত ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বাংলানিউজকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।