ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

ভোলায় হানাদার মুক্ত দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪২, ডিসেম্বর ১০, ২০২২
ভোলায় হানাদার মুক্ত দিবস পালিত

ভোলা: র‍্যালি, আলোচনাসভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে ১০ ডিসেম্বর ভোলা হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. তৌফিক-ই লাহী চৌধুরী। এতে বীর মুক্তিযোদ্ধা, ছাত্র শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষের অংশ গ্রহণ করে।

পরে জেলা পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয়ে রচিত হয়েছে ভোলায় প্রথম স্বাধীনতার ইতিহাস।

দীর্ঘ সাড়ে ৮ মাসের সশস্ত্র সংগ্রাম ও যুদ্ধের পর পাক-হানাদার বাহিনী ও তাদের দোসররা মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ভোলা থেকে পালিয়ে যায়। আর তখনই সমগ্র ভোলার মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েন।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।