ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

মধুপুরে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, ডিসেম্বর ৭, ২০২২
মধুপুরে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

টাঙ্গাইল: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মানববন্ধন হয়েছে।  

বুধবার (০৭ ডিসেম্বর) সকালে মধুপুর উপজেলার অরনখোলা ইউনিয়নের ভূটিয়া গ্রামে গারো নারীদের প্রতিনিধিত্বকারী সংগঠন আচিক মিচিক সোসাইটি কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

 

তাদের স্লোগন ছিল- ‘এক হই! নারী ও কিশোরীর প্রতি সহিংসতা বন্ধে সক্রিয় হই’।

উইমেন্স ফান্ড এশিয়া, বাদাবন সংগঠন ও আচিক মিচিক সোসাইটির যৌথ ব্যানারে আয়োজিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভূটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপ্রিল পল মৃ, আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা, কোচ নেতা গৌরাঙ্গ বর্মন, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মাসুদা বেগম, ভূটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী মার্জিনা চিসিম, আচিক মিচিক সোসাইটির কো-অর্ডিনেটর রুমঝুম বর্ষা মৃ, অটিজম বিদ্যালয়ের শিক্ষক আল্পনা রিছিল ও কোচ নেত্রী কাজলি বর্মন। মানববন্ধনে স্থানীয় গারো, কোচ, বর্মন সম্প্রদায়ের নারী, শিশু, কিশোরীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।