ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, ডিসেম্বর ৭, ২০২২
রাজধানীতে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার 

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মো. সুজন (২৫) নামে এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

বুধবার (৭ ডিসেম্বর) ভোরে রাজধানীর খিলগাঁও থানাধীন নন্দীপাড়ার ছোট বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে। মামলার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পালিয়ে জীবন যাপন করে আসছিলো।  

আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
                    
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
এসজেএ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।