ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

মুন্সীগঞ্জে লঞ্চ থেকে পড়ে যাওয়া যুবকের সন্ধান মিলেনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, ডিসেম্বর ৬, ২০২২
মুন্সীগঞ্জে লঞ্চ থেকে পড়ে যাওয়া যুবকের সন্ধান মিলেনি

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও মেঘনা মোহনায় লঞ্চ থেকে পড়ে যাওয়া যুবক হযরত আলীর সন্ধান মিলেনি। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টা পর্যন্ত তার সন্ধান মিলেনি বলে নিশ্চত করেছেন গজারিয়া কোস্টগার্ডের গোয়েন্দা সদস্য মো. সুজন।

তিনি বলেন, সকাল থেকেই নিখোঁজ যুবকের সন্ধান পেতে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ কাজ করছে। তবে, এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

উল্লেখ্য সোমবার (৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা লঞ্চ এমএল হাফিসে বসে গাঁজা সেবনের সময় ধলেশ্বরী ও মেঘনা মোহনায় নদীতে পড়ে নিখোঁজ হন হযরত আলী। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার গাবতলী গ্রামের বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।