ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

রৌমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, ডিসেম্বর ৬, ২০২২
রৌমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে পুকুরের পানিতে ডুবে শাওন (১৫) একটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে সীমান্তবর্তী হরিণধরা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শাওন ওই হরিণধরা উত্তরপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে।

জানা গেছে, সকালে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় শাওন। এদিকে দীর্ঘ সময় শিশুটিকে বাড়িতে না দেখে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে ওই পুকুরটি থেকে নিথরাবস্থায় ভাসমান শাওনকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পুকুরের পানিতে ডুবে মৃত্যুর হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।