ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

এয়ারগান দিয়ে পাখি শিকার, শিকারীর কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, ডিসেম্বর ৬, ২০২২
এয়ারগান দিয়ে পাখি শিকার, শিকারীর কারাদণ্ড প্রতীকী ছবি

খুলনা: খুলনায় এয়ারগান দিয়ে পাখি শিকারের দায়ে হাসিব রহমান (৩২) নামে এক শিকারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে এক সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়নের গজালিয়া মাঠ থেকে তাকে আটক করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন এবং ইউনিয়ন লিডার মো. ফয়সাল হোসেন।

হাসিব পাইকগাছার চাঁদখালীর গজালিয়া গ্রামের মো. কুদ্দুস মোড়লের ছেলে।

আটকের সময় হাসিবের কাছ থেকে একটি এয়ারগান, ১০০ রাউন্ড সীসার গুলি ও বিভিন্ন প্রজাতির অতিথি পাখিসহ ৯টি শিকার করা পাখি জব্দ করা হয়।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও নির্বাহী ম্যাজিট্রেট মমতাজ বেগম উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাসিবকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৮ ধারা মোতাবেক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা,  ডিসেম্বর ০৬, ২০২২
এমআরএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।