ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, ডিসেম্বর ৬, ২০২২
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২ প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এক ট্রাকের চাপায় অন্য ট্রাকের দুই শ্রমিক নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া সদরের ব্রাহ্মণপাড়ার আমজাদ হোসেনের ছেলে মেহেদী হাসান (২৪) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার কলোনীবাজার এলাকার মো. সবুজ মিয়ার ছেলে শাহিন মিয়া (২২)।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. নবীন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে পৌলি এলাকায় এলে ট্রাকটির পেছনের চাকা ফেটে যায়। এসময় বিকল ট্রাক থেকে দুই জন নেমে পেছনে এলে অপর একটি ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক দু’টি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।