ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

ভ্যানের চাকায় কাপড় পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, ডিসেম্বর ৪, ২০২২
ভ্যানের চাকায় কাপড় পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভ্যানের চাকার সঙ্গে কাপড় পেঁচিয়ে রেখা রানী বৈদ্য (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (০৪ ডিসেম্বর) দুপুরে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামের দুখিরাম বৈদ্যের স্ত্রী রেখা রানী বৈদ্য শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে গৌরনদী যাচ্ছিলেন। ভ্যানটি নীমতলা এলাকায় পৌঁছালে ভ্যানের চাকার সঙ্গে রেখার পরনের কাপড় পেচিয়ে ঘেলে তিনি ছিটকে পড়ে যান। গুরুত্বর অবস্থায় রেখাকে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
এসএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।