ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, ডিসেম্বর ৪, ২০২২
‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়’ ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর-চিলাহাটি রেলপথে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে শ্রী শান্ত রায় (১৫) নামে ৯ম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে। তার পকেটে থাকা চিরকুটে লেখা ছিল ‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়’।

রোববার দুপুরে (৪ ডিসেম্বর) সৈয়দপুর ওয়াপদা মোড়ের সন্নিকটে রেলপথে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পোশাক পরিহিত ওই স্কুলছাত্র তিতুমীর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের সামনে ঝাঁপ দেয়। এতে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। নিহত শান্ত রায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ছাত্র।  

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২ 
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ