ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

মহেশখালীতে ফের ডিভাইস যুক্ত পাখি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, ডিসেম্বর ৪, ২০২২
মহেশখালীতে ফের ডিভাইস যুক্ত পাখি উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে ২ মাসের ব্যবধানে আবারও ডিভাইস যুক্ত পাখি উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার একটি চিংড়ি ঘের থেকে পাখিটি উদ্ধার করা হয়।

পাখিটি উদ্ধারকারী শফিউল আলম জানিয়েছেন, ঘটিভাঙ্গা এলাকার খালে মাছ গিয়ে ডিভাইস যুক্ত পাখিটি পান। পাখিটির পিঠে একটি যন্ত্র বাধা দেখে এবং পাখিটিকে অপেক্ষাকৃত দুর্বল মনে হলে পাখিটাকে ধরে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিষয়টি জানাজানি হওয়ার পর মহেশখালী উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা পাখিটি বনবিভাগের হেফাজতে নিয়ে যায়।

মহেশখালী উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার জানিয়েছেন, পিঠে ডিভাইস যুক্ত পাখিটি উদ্ধার করার পর জানা গেছে এটি ঢাকার মো. সাইম নামের এক বিজ্ঞানী পাখিটিতে ডিভাইস ব্যবহার করেছেন। ডিভাইসটি খুলে পাখিটি ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর মহেশখালীর ধলঘাটা ইউনিয়নে পিঠে ডিভাইস লাগানো আরও একটি পাখি পাওয়া গিয়েছিল। পাখিটি বন বিভাগ উদ্ধার করলেও সেটি মারা যায়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ