ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

৯ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৪, ডিসেম্বর ৪, ২০২২
৯ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক দুই

সাতক্ষীরা: সাতক্ষীরায় আমদানি নিষিদ্ধ ৯ হাজার পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেনন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের নিউমার্কেট মোড়ের খান মার্কেটের সাতক্ষীরা ড্রাগ হাউজ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, পুরাতন সাতক্ষীরা এলাকার সুভাষ দেবনাথের ছেলে রাজ দেবনাথ ও মাছখোলা ক্লাব মোড় এলাকার মৃত আলী আহাম্মদের ছেলে তরিকুজ্জামান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, দীর্ঘ দিন ধরে ওই দুই যুবক আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের হাতে নাতে আটক করে।  

তিনি আরও জানান, জব্দকৃত নেশা জাতীয় ট্যাবলেটের মূল্য প্রায় ৯ লাখ টাকা। এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।