ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, ডিসেম্বর ৩, ২০২২
সৈয়দপুরে ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ঋণের চাপে শাবানা পারভীন লাইলী (৩৭) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে শহরের সৈয়দপুর রেলওয়ে অফিসার্স কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

শাবানা একই এলাকার জাবেদ আলী পাপ্পুর স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

জানা গেছে, জাবেদ আলী তার স্ত্রী শাবানার নামে ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ব্যাংক ও ঠ্যাংগামারা এনজিওসহ স্থানীয় কয়েকজনের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকার ঋণ নিয়েছিলেন। ওই ঋণের কিস্তি প্রতিদিন পরিশোধ করতে হতো। স্বামীর সামান্য বেতনে ঋণের কিস্তি পরিশোধ করা কষ্টকর হয়ে উঠেছিল।

এক পর্যায়ে ব্যাংক, এনজিওসহ অন্যরা সুদে টাকার জন্য প্রতিনিয়ত তাগাদা দিতে থাকে। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন শাবানা। এরই জেরে দুপুরের দিকে পেয়ারা গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শাবানা।  

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে এ বিষয়ে পরিবারের কেউ কোনো অভিযোগ করেননি।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ৩ ডিসেম্বর, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।