ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

জামালপুরে সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো যুবকের প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, ডিসেম্বর ৩, ২০২২
জামালপুরে সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো যুবকের প্রাণ

জামালপুর: জামালপুর জেলার মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইয়াকুব আলী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া রাকিব (১৮) নামে তার এক ভাতিজা গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (০২ ডিসেম্বর) দিনগত রাত ১১টায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব আলী মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বাগলেরগড় গ্রামের সামজাহা আলীর ছেলে।

আহত রাকিব একই এলাকার মজনু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, নিহত ইয়াকুব আলী ভাতিজা রাকিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে স্থানীয় মিলনবাজার থেকে বালিজুড়ির দিকে যাচ্ছিলেন। পথে মোসলেমাবাদ জামে মসজিদে সংলগ্ন এলাকায় পৌঁছালে গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আবু রায়হান ইয়াকুবকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত রাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।