ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

এক মাসে ৭৫০ রোহিঙ্গা দেশে প্রবেশ করেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, সেপ্টেম্বর ৮, ২০২৫
এক মাসে ৭৫০ রোহিঙ্গা দেশে প্রবেশ করেছেন ফাইল ছবি

গত এক মাসে ৭৫০ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে আশ্রয় নিয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, গত এক মাসে প্রায় ৭৫০ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন এফডিএমএন (জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমানের নাগরিক) ক্যাম্পে আশ্রয় নিয়েছেন।  

আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে নয় লাখ ১২ হাজার পিস ইয়াবা, এক কেজি ক্রিস্টাল আইস এবং ১৭ লাখ টাকা মূল্যের সিগারেট, পোশাক, খাবার ও কসমেটিকসসহ অন্যান্য সামগ্রী জব্দ করেছে বলেও জানান তিনি।

এই কর্মকর্তা জানান, যৌথবাহিনী গত এক মাসে এফডিএমএন ক্যাম্প এবং এর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে নয়টি আগ্নেয়াস্ত্র, ৫২৯ রাউন্ড গুলি ও বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে।

তিনি বলেন, অভিযানে গত এক মাসে সেনাবাহিনী ৬৫টি অবৈধ অস্ত্র ও ২৯৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ ছাড়া গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত ১২ হাজার ১১৯টি হারানো অস্ত্রের মধ্যে নয় হাজার ৭৯৪টি অস্ত্র ও তিন লাখ ৯০ হাজার রাউন্ড হারানো গুলির মধ্যে দুই লাখ ৮৭ হাজার ৩৫৯ রাউন্ড উদ্ধার করেছে।  

বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত ১৭ হাজার ৯২৬ জন এবং গত এক মাসে এক হাজার ২৯৪ জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্য, তালিকাভুক্ত অপরাধী, ডাকাত, চাঁদাবাজসহ অন্যান্য অপরাধীও রয়েছে।

গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টি কর্মীদের মধ্যে বিজয়নগরে সংঘর্ষ নিয়ে বলেন, সংঘর্ষের প্রাথমিক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সেনাবাহিনীর সাহায্যের জন্য অনুরোধ করে। সেনাবাহিনী পৌঁছানোর পর উত্তেজিত নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ড পরিহার করতে বারবার অনুরোধ জানায় এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে বিশৃঙ্খলাকারীরা মশাল, লাঠি ও ইট পাটকেল নিয়ে অবস্থান নিয়ে পুনরায় সহিংসতা শুরু করে।

তিনি বলেন, তারা একাধিক স্থানে অগ্নিসংযোগ করে এবং সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সেনাবাহিনীর পাঁচ সদস্য এবং পুলিশের ছয় সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় সেনাবাহিনীর একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। পরে রাত আনুমানিক সাড়ে নয়টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মাদকবিরোধী অভিযান নিয়ে  মো. শফিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে অভিযানে গত এক মাসে সেনাবাহিনী খিলগাঁও, কাফরুল, কলাবাগান, নাখালপাড়া, যশোর, মুন্সিগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে সফল অভিযান চালিয়ে ৩৭৮ জন মাদক কারবারি এবং গত আগস্ট থেকে এ পর্যন্ত মাদকের সঙ্গে সংশ্লিষ্ট সর্বমোট পাঁচ হাজার ৯৫৪ জনকে গ্রেপ্তার  করেছে।  

চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনী গত ৩, ৬ ও ২৭ আগস্ট সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই কোটি ১৯ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করে।  

তিনি আরও বলেন, বিগত এক মাসে পার্বত্য চট্টগ্রামে মোট আটটি গোয়েন্দা তথ্য নির্ভর অভিযান চালানো হয়। অভিযানে মোট ১৮টি আগ্নেয়াস্ত্র, ৬১ রাউন্ড অ্যামোনেশন এবং মাদকসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।  

অভিযানে মোট ৩৭ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১৭ জন জেএসএস (মূল) সদস্য, দুজন ইউপিডিএফ (মূল) সদস্য, একজন এমএলপি সদস্য, চারজন মাদক কারবারি, দুজন মানব পাচারকারী এবং ১১ জন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলেন জানান তিনি।

তিনি আরও বলেন, গত ১৫ আগস্ট খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন শান্তিনগর এলাকায় এমএলপির বিরুদ্ধে একটি অভিযানে মোট আটটি আগ্নেয়াস্ত্র, ৪৪ রাউন্ড অ্যামোনেশন এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।  
এ ছাড়া, সেনাবাহিনী গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত দীর্ঘ একমাসব্যাপী বান্দরবানের রুমা উপজেলার দুর্গম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কেএনএর একটি সুরক্ষিত প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত ও ধ্বংস করা হয়। অভিযানকালে তাদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বিভিন্ন সামরিক সরঞ্জাম জব্দ করা হয় বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।