ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আইন ও আদালত

হাইকোর্টে ৫০ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, জুলাই ১৮, ২০২২
হাইকোর্টে ৫০ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

ঢাকা: বুধবার ( ২০ জুলাই) থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য ৫০টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সোমবার  (১৮ জুলাই) এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়ার নোটিশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, আমি এতদ্বারা নির্দেশ করছি যে ,আগামী বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের  বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চ সমূহ গঠন করা হলো।

নোটিসে ৫০ একক ও দ্বৈত বেঞ্চের নাম বিচারিক এখতিয়ারসহ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ২০টি একক বেঞ্চ রয়েছে।

গত রোববার (৩ জুলাই) থেকে মঙ্গলবার (১৯ জুলাই) পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ছিল। এই ছুটি শেষে কোর্ট খোলার দু’দিন আগে এ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
ইএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।