ঢাকা: সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ১২ কোম্পানির শেয়ার, নয়টি ব্যাংক হিসাব ও তিনটি ল্যান্ড ক্রুজার গাড়ি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
অবরুদ্ধ হওয়া এ সম্পদের মূল্য ধরা হয়েছে, ২৪ কোটি ৩১ লাখ ৭১ হাজার ২৩৬ টাকা রয়েছে। এ ছাড়া একই আদালত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।
দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামির বিরুদ্ধে মামলা তদন্তাধীন। তদন্তকালে জানা যায়, আসামি অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ সম্পদ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছে। এ কারণে তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের শেয়ার, বিভিন্ন ব্যাংক হিসাব ও গাড়ি অবরুদ্ধ করা প্রয়োজন।
কেআই/এএটি