ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আইন ও আদালত

প্রসিকিউটর জেয়াদ আল মালুম লাইফ সাপোর্টে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১১, মে ২৮, ২০২১
প্রসিকিউটর জেয়াদ আল মালুম লাইফ সাপোর্টে জেয়াদ আল মালুম

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট জেয়াদ আল মালুমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

গত মঙ্গলবার (২৫ মে) রাতে হঠাৎ অসুস্থ (স্ট্রোক) হয়ে পড়ার পর শ্যামলীর ওই হাসপাতালে ভর্তি করা হয় সুপ্রিম কোর্টের এই আইনজীবীকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৭ মে) দুপরে তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

 ২০১০ সাল থেকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, মে ২৮, ২০২১
ইএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।