ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আইন ও আদালত

হাইকোর্টে বেঞ্চ বাড়ালেন প্রধান বিচারপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, মে ২২, ২০২১
হাইকোর্টে বেঞ্চ বাড়ালেন প্রধান বিচারপতি

ঢাকা: করোনা মহামারিতে ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের বেঞ্চ সংখ্যা বাড়িয়েছেন প্রধান বিচারপতি। এ সংক্রান্ত আদেশ শনিবার (২২ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

করোনা মহামারি রোধে এপ্রিল মাসের শুরুতে বিধিনিষেধ আরোপের পর ৪টি ভার্চ্যুয়াল বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি। পরবর্তীতে ২২ এপ্রিল আরও দুটি বেঞ্চ গঠন করা হয়। এরপর ২৯ এপ্রিল আরও তিনটি যোগ করা হয়।

এ নয়টি বেঞ্চের পাশাপাশি শনিবার আরও ৭টি বেঞ্চ গঠন করা হয়। ফলে হাইকোর্টে ভার্চ্যুয়ালি এখন থেকে মোট ১৬টি বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মে ২২, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।