ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আইন ও আদালত

মঙ্গলবার ভার্চ্যুয়ালি জামিন পেয়েছেন ৯৯৮ হাজতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, মে ১৯, ২০২১
মঙ্গলবার ভার্চ্যুয়ালি জামিন পেয়েছেন ৯৯৮ হাজতি

ঢাকা: চলমান ‘লকডাউন’ এর মধ্যে সারাদেশের অধস্তন আদালতে মঙ্গলবার (১৮ মে) ভার্চ্যুয়ালি জামিন পেয়েছেন ৯৯৮ জন হাজতি।

এ নিয়ে ২৪ কার্যদিবসে মোট ৪১ হাজার ৮৪৯ জন হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

বুধবার (১৯ মে) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

এর মধ্যে ১৮ মে ভার্চ্যুয়াল শুনানি নিয়ে সারাদেশে অধস্তন আদালতে ২১৮৫টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৯৯৮ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।

এছাড়া মোট ২৪ কার্যদিবসে ভার্চ্যুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৫৫৪ জন বলে জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ১৯, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।