ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আইন ও আদালত

নারায়ণগঞ্জে হেফাজতকাণ্ডে গ্রেফতার ৩ আসামির জামিন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, মে ৯, ২০২১
নারায়ণগঞ্জে হেফাজতকাণ্ডে গ্রেফতার ৩ আসামির জামিন স্থগিত ...

ঢাকা: হেফাজতে ইসলামের ডাকা হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সহিংসতার ঘটনায় গ্রেফতার তিনজনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
 
রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে রোববার (০৯ মে) অবকাশকালীন চেম্বার বিচরপতি ওবায়দুল হাসান এ স্থগিতাদেশ দেন।

 

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

২৮ মার্চ সারা দেশে হেফাজতে ইসলামের ডাকা হরতালে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড সানারপাড় ও চিটাগাং রোড সড়কে গাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর চালানো হয়।  

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ১৩২ জনের নাম উল্লেখ করে আটটি মামলা করা হয়।
 
এর মধ্যে গত ৫ মে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে ফারুক হোসেন (এক মামলয়), মিজমিজি পশ্চিমপাড়ার হাজী ইদ্রিস আলীর ছেলে মো. ইকবাল হোসেন এবং নেত্রকোনার দূর্গাপূর থানার মাও গ্রামের মাইয়ুব আলীর ছেলে মোয়াজ্জেম হোসেনকে দুই মামলায় জামিন দেন হাইকোর্ট।

এ জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে পৃথক ৩টি আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের জামিনাদেশ স্থগিত করে দেন।  

আরও পড়ুন>> হেফাজতের সহিংসতা: নারায়ণগঞ্জে ১৬ মামলায় আটক ৬৫

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মে ৯, ২০২১
ইএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।