ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আইন ও আদালত

দেশে ফিরতে চান সেই পিকে হালদার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, সেপ্টেম্বর ৭, ২০২০
দেশে ফিরতে চান সেই পিকে হালদার

ঢাকা: বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগের মুখে থাকা প্রশান্ত কুমার হালদার দেশে ফিরতে চান বলে এক আবেদনে জানানো হয়েছে হাইকোর্টকে। তিনি দেশে ফিরে আদালতের হেফাজতে থেকে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের টাকা উদ্ধারে সহযোগিতা করতে চান।

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চে এ আবেদন করা হয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান জানান, দেশে ফেরার জন্য পিকে হালদার এ বিষয়ে আদালতের কাছে আবেদন করতে কোম্পানিটির কাছে একটি পত্র দেন। এরপর কোম্পানিটি আদালতে আবেদন করেন। আবেদনে কোম্পানিটির ঋণ উদ্ধারে আদালতের হেফাজতে থেকে স্বাধীন এবং নিরাপদ চলাচলে পিকে হালদারকে বিদেশ থেকে নির্বিঘ্নে দেশে প্রবেশের সুযোগ চাওয়া হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) আদালত আদেশে বলেছেন, পিকে হালদার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কখন পৌঁছাবেন এবং তার দেশে ফেরার ফ্লাইট শিডিউল কোম্পানিটির পরিচালনা পর্ষদ সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে পারে। পিকে হালদারের বিষয়ে এ তথ্য জানার পর কোম্পানির আইনজীবী আদালতকে এ বিষয়ে অবহিত করতে পারবেন।

এরপর আদালত অ্যাটর্নি জেনারেল, দুদকের আইনজীবী এবং বাংলাদেশ ব্যাংকের আইনজীবীর উপস্থিতিতে প্রয়োজনীয় আদেশ দেবেন।

এর আগে দুই বিনিয়োগকারীর করা আবেদনের শুনানি নিয়ে ১৯ জানুয়ারি এক আদেশে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারসহ সংশ্লিষ্ট ২০ জনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

প্রশান্ত কুমার হালদার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে অন্তত সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট করেছেন বলে অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।