ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আইন ও আদালত

হত্যা মামলায় বাবার যাবজ্জীবন, ছেলের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৪, আগস্ট ১৪, ২০১৮
হত্যা মামলায় বাবার যাবজ্জীবন, ছেলের মৃত্যুদণ্ড

রাজবাড়ী: ২০১৩ সালের আলোচিত ঠান্ডু শেখ (২৫) হত্যা মামলায় মিনাজ উদ্দিন (৬৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন ও তার ছেলে রবিউল ইসলামকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন।  

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।

দণ্ডপ্রাপ্তদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া (ডাঙ্গিপাড়া) গ্রামে।

রাজবাড়ীর অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ছাগলে আম গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে ২০১৩ সালের ১৩ মে সন্ধ্যায় বেথুলিয়া ডাঙ্গিপাড়া গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে লিটন শেখ ও তার ভাই ঠান্ডু শেখকে উপুর্যপুরি কুপিয়ে মারাত্মক জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান ঠান্ডু শেখ।

এ ঘটনায় ঠান্ডুর বড়ভাই লিটন শেখ বাদী হয়ে মিনাজ ও রবিউলসহ পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও একজনকে আসামি করে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ছয়জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ পাঁচ বছর পর এ হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় মিনাজ উদ্দিনকে যাবজ্জীবন ও তার ছেলে রবিউল ইসলামকে মৃত্যুদণ্ডে রায় ঘোষণা করেন আদালত।  

এছাড়া নির্দোষ প্রমাণিত হওয়ায় বাকি চারজনকে বেকসুর খালাস দেওয়া হয় বলেও জানান এপিপি হাবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।