ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আইন ও আদালত

ধর্ষণ মামলায় ইভানের জামিন নামঞ্জুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৬, মার্চ ২৫, ২০১৮
ধর্ষণ মামলায় ইভানের জামিন নামঞ্জুর

ঢাকা: রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে তরুণী ধর্ষণ মামলায় আসামি বাহাউদ্দীন ইভানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৫ মার্চ) জামিন আবেদনের উপর শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা জামিন আবেদন নামঞ্জুর করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফৌজদারী বিবিধ মামলায় অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান আসামি ইভানের জামিন শুনানি করেন। কিন্তু বিচারক তা নাকচ করে দিয়েছেন।

গত ৪ মার্চ ইভানকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। গত ৯ জুলাই আসামি ইভানের ডিএনএ এবং ধর্ষিতার মুত্র, রক্ত ও মামলায় জব্দকৃত আলামতসমূহও পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক বিভাগকে এ নির্দেশ দিয়েছিলেন।

গতবছরের ৬ জুলাই নারায়ণগঞ্জ শহরে মাসদাইর এলাকা থেকে ইভানকে গ্রেফতার করে র‌্যাব।

২০১৭ সালের ৪ জুলাই দিবাগত রাত্রে জন্মদিনের কথা বলে ফেসবুকের মাধ্যমে পূর্বপরিচিত এক তরুণীকে বাসায় ডেকে এনে ধর্ষণ করে ইভান। এরপর রাত ৩টার দিকে ইভান ওই তরুণীকে জোরপূর্বক বাসা থেকে বের করে দেয়। ওই রাতেই বনানী থানায় গিয়ে ওই তরুণী ধর্ষণের অভিযোগ করেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।